Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জঙ্গি প্রতিরোধ বিরোধী শপথ গ্রহণের মধ্যে দিয়ে ‘সামাজিক সচেতনতাই জঙ্গিবাদ মোকাবিলা করতে পারে’ শীর্ষক বিতর্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে সংসদীয় পদ্ধতির জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আগামী ২৩ জুলাই শনিবার সকালে বিএফডিসিতে জাতীয় ভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান শিল্পোদ্যোক্তা এম এ সবুর। সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বছরব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় এটিএন বাংলা কার্যালয়ে বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে এক লক্ষ, পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার নগদ অর্থসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হবে। এবারের প্রতিযোগিতার স্লোগান হবে ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ