Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের সেই শিশু পুত্রকে হত্যার দায়ে পিতা গ্রেফতার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৬:৪৫ পিএম

সিলেটের জৈন্তাপুরে শিশু পুত্রকে হত্যার দায়ে পূত্রহন্তারক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশু মো. মুরসালিনের বাবা দেলোয়ার হোসেনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি দল লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়ি থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পুলিশ লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাতনামা এই শিশুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুরসালিনের মা নিশ্চিত হন লাশটি তার সন্তানের। এরপর স্বামী দিলোয়ার হোসেনের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ লক্ষ্মীপুর জেলায় তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে দিলোয়ার হোসেনকে আটক করে। ওসি জানান, দিলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসা হয়েছে। পরে তাকে আদালতে সোর্পাদ করা হয়।
উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার খাদিমনগর রস্তমপুর নাদিয়া ভিলার বাসিন্দা ছিলেন মো. দিলোয়ার হোসেন। কাজ করতেন সিলেট ফুলকালি লিমিটেডের কারিগরের সহকারী হিসেবে। স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে নিজ শিশু পুত্র মো. মুরসালিনকে হত্যা করে সিলেট-তামাবিল সড়কের পাখিটিখি নামক স্থানে একটি ফিশারিতে লাশ ফেলে রাখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ