Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় বোমা হামলায় দুই বাংলাদেশী নিখোঁজ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৪:১৬ পিএম

শ্রীলঙ্কায় বোমা হামলায় দুই বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ দুপুরে সেগুনবাগিচায় তার দপ্তরে ডাকা ব্রিফিংয়ে জানিয়েছেন, শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়া চারজনের এক পরিবারের দুই সদস্য নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিষ্ফোরণ পরিস্থিতি জানাতেই এই সংবাদ ব্রিফিং ডাকা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স অবস্থান ব্যক্ত করে এ ঘটনার তীব্র নিন্দা জানান একইসঙ্গে শ্রীলঙ্কার জনগণের পাশে বাংলাদেশ আছে তাও উল্লেখ করেন।
আজ সকালে শ্রীলঙ্কায় ধারাবাহিক সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গির্জায় ইস্টারের প্রার্থনার সময় এই হামলা চলানো হয়। আজ সকালে রাজধানী কলম্বোর কয়েকটি হোটেল ও তিনটি গির্জায় ৬টি বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এই বিস্ফোরণে কেঁপে ওঠে লঙ্কা।
এতে এখনও পর্যন্ত দুই শতাধিক নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ