বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবী জানিয়ে বলেন, মিথ্যা নবুওয়তের দাবিদার কাদিয়ানীরা মুসলমানদের ইসলামী পরিভাষাসমূহ ব্যবহার করে সরলপ্রাণ মানুষদের বিভ্রান্ত করছে। অথচ কাদিয়ানীরা মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে দাবী করছে। তারা খতমে নবুওয়তের আক্বীদায় বিশ্বাস করে না। প্রকৃত পক্ষে কাদিয়ানীরা ইসলামের শত্রু। সউদী আরবসহ বিশ্বের অনেক মুসলিম দেশ তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। সউদী আরবে কাদিয়ানীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল শনিবার তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার উলামায়ে কেরামের এক বৈঠকে সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী সভাপতিত্বের বক্তব্যে একথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম আনসারী, মাওলানা আসগর হুসাইন, মাওলানা হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।
তিনি আরো বলেন, মুসলমানদের পরিভাষা পবিত্র কোরআন, হাদীস শরীফ, নামায, রোযা, হজ, যাকাত, মসজিদ, মাদরাসা ইত্যাদি পরিভাষা ব্যবহার করে কাদিয়ানীরা তাদের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়। প্রকৃতপক্ষে কাদিয়ানীরা অমুসলিম তথা কাফের। সরলপ্রাণ মানুষকে তারা যেনো বিভ্রান্ত করতে না পারে, এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্যও আমরা দাবী জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।