বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইমাম সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, খতমে নবুওয়ত মুসুলমানদের ঈমানের অংশ। মুসলিম পরিচয়ে একজন কাদিয়ানী এ দেশে থাকা অবস্থায়ও খতমে নবুওয়ত আন্দোলন চলবে। জীবন দিয়ে হলেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ের চ‚ড়ান্ত বিজয় না নিয়ে মুসুলমানরা ক্ষান্ত হবে না। আন্তর্জাতিক মজলিসে তাহফফুজে খতমে নবুওয়তের উদ্যোগে কামরাঙ্গীরচর ৪ নং জোনের ইমাম-খতিব সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। গতকাল সকালে কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়ায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত এর উদ্যোগে ইমাম-খতিব সম্মেলনে সভাপতিত্ব করেন, জামিয়া নুরিয়ার মুহতামিম ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ্ আতাউল্লাহ। সম্মেলনে উপস্থিত ছিলেন, আইম্মায়ে পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন রব্বানী, খেলাফত আন্দোলনের মহাসচিব ও জামিয়া নুরিয়ার শিক্ষাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, শায়খুল হাদিস মাওলানা নাজিম উদ্দিন, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী, খতমে নবুওয়তের সাংগাঠনিক সম্পাদক মাওলানা আমদ আলী কাসেমী, কামরাঙ্গীরচর ইমাম সমাজের সভাপতি মাওলানা ইলিয়াস, মাদারীপুর বাংলাদেশ ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, কেরানীগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আহসান উল্লাহ, কামরাঙ্গীরচরের সেক্রেটারি মুফতি আকরামসহ মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা খালেদ বিন নুর প্রমুখ।
ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন, খতমে নবুওয়ত আমাদের ঈমানের অঙ্গ। একজন কাদিয়ানী মুসলিম পরিচয়ে বাংলাদেশ থাকা অবস্থায়ও আমাদেরকে খতমে নবুওয়ত আন্দোলন চালিয়ে যেতে হবে। নিজের জীবন উজাড় করে হলেও চ‚ড়ান্ত বিজয় নিয়ে আমরা ক্ষান্ত হবো। এ পর্যায়ে আল্লামা নূরুল ইসলাম কাদিয়ানীদের ভ্রান্ত দাবি সমূহ প্রমানসহ উপস্থিত ইমাম-খতিবদের সামনে তুলে ধরেন। সম্মেলনে সভাপতির বক্তব্য আল্লামা শাহ আতাউল্লাহ বলেন, খতমে নবুওয়ত একটি ঈমানী আন্দোলন। এ আন্দোলনে ইমামগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তরা বলেন, বাংলাদেশের যে কোন স্থানে কাদিয়ানীরা ইজতেমা করার সাহস দেখালে ঢাকার বকশীবাজারে তাদের আস্তানার প্রতিটি ইট খুলে নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।