Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে

মুন্সিগঞ্জে মধুপুর পীর সাহেব

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা ইসলাম বিদ্বেষী কার্যকলাপে তৎপর। কাদিয়ানীদের ইসলাম বিদ্বেষী বই-পুস্তক মুসলমানদের ঈমান-আক্বিদায় আঘাত হানছে। গতকাল শনিবার সকালে সিরাজদিখানের মধুপুর জামি’আ ইসলামিয়া হালীমিয়া মাদরাসা প্রাঙ্গনে দু’দিনব্যাপী ৪৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত পূর্ব বক্তব্যে মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ সভাপতিত্বের বক্তব্যে একথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন ভারতের দারুল উলুম দেওবন্দ -মাদরাসার আল্লামা সালমান বিজনূরী, আল্লামা নূরুল ইসলাম (আদীব হুজুর), মুফতী দেলাওয়ার হুসাইন, মাওলানা জিকরুল্লাহ খান, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা মামুনুল হক প্রমুখ। মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেন, রাসূল (সা.) আদর্শকে আঁকড়ে ধরতে পারলেই দুনিয়া ও আখেরাতে কামিয়াবী লাভ হবে। তিনি বলেন, মুসলমানদের ঈমান বিনষ্ট করার জন্য নানা মুখী ষড়যন্ত্র চলছে। ঘরে ঘরে কুরআনের আলো জ্বালাতে হবে। মধুপুর পীর সাহেব বলেন, ঈমানী তাকওয়া অর্জনের মাধ্যমেই ইসলামী সমাজ গঠনের পথকে এগিয়ে নিয়ে যেতে হবে। আখেরী মোনাজাতে পীর সাহেব দেশ-জাতি ও মুসলিম উম্মাহ’র জন্য বিশেষ দোয়া করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ