বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ে শুখ নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে এই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন,আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে যে হারে উন্নয়ন হয়েছে তা অতীতের কোন সরকারের আমলে হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাস, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
উল্লেখ্য , এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও এর ৫ টি নদী পুনঃখনন কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে শুখনদী খনন করা হবে ২৪ কিলোমিটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।