Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্বিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ৬:১৬ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরো ১১ ডাকাত পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের রসুলবাগে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। এসময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
এর আগে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক কামরুজ্জামান বৃহস্পতিবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় নব নির্মিত একটি ভবনের ভেতর একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পান। সেই সময় তিনি সংগীয় ফোর্সসহ ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় ইসমাইল মিয়া (২০) নামে ১ জনকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। এবং অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । এসময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল ও ৪টি ছুরি। পরে আটকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় নাদির (৩০) বিষু (২০), আকাশ (২৬), সুজন (১৯), মাসুদ (২০), শাহ আলম (১৪) সহ অজ্ঞাত ৪/৫ জন পালিয়ে গেছে। তারা দীর্ঘ সময় ডাকাতির কাজের সাথে সম্পৃক্ত বলেও পুলিশের কাছে স্বিকার করেছে আটকৃত ওই আসামী। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও এসপি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতির প্রস্তুতি

১ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ