রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীররাতে থানার বাঘৈর ঋষিপাড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি করে চাপাতি, ছুরি ও গ্রীল কাটার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত বাঘৈর গ্রামের নাজিমের ইটভাটার পাশে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি চালায়। আত্বরক্ষার্থে এ সময় পুলিশ ৫ রাউন্ড গুলি করে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ৫ ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃতরা হলেন, জুয়েল ওরফে জিয়া, ফালান ওরফে ফালু ওরফে ফালি, বাবুল, হায়দার ও নবাব মিয়া। এদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি করে চাপাতি, ছুরি ও গ্রীল কাটার উদ্ধার করা হয়েছে। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ডাকাতদের বিরুদ্ধে দোহার, নবাবগঞ্জ ও সিঙ্গাইর থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে হাতেনাতে ৫ ডাকাতকে গ্রেফতার করা সম্ভব হলেও এসময় আরো ১৩/১৪ জন ডাকাত পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।