বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্ততিকালে আন্ত:জেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার উপ পরিদর্শক এস আই শহিদুল ইসলাম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মাদারীপুর জেলার শিবচর থানার কান্দিগ্রামের মৃত জুলু হাওলাদারের পুত্র সুরুজ হাওলাদার (৩৮), মাদারীপুর জেলার কালকিনি থানার মিনাজদী গ্রামের মৃত সোবহান হাওলাদারের পুত্র বারেক হাওলাদার (৫৫), মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার দক্ষিন মালদা গ্রামের আবুল বাশার মোল্লার পুত্র মনিরুজ্জামান (৩৩), গাজীপুর জেলার জয়দেবপুর থানার কড্ডা গ্রামের মো. চাঁন মিয়ার পুত্র মাহবুব মিয়া (৩০), মাদারীপুর জেলার কালকিনি থানার কাশিমপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র মোস্তফা (৪৫), বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দূর্গাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র সাজু (২৩) ও মাদারীপুর জেলার শিবচর থানার দামুকাচোদ্দারের কান্দি গ্রামের মো. ইউসুফ চোদ্দারের পুত্র মোশাররফ হোসেন ওরফে মিলন চোদ্দার (৪০)। শ্রীপুর থানার এস আই শহিদুল ইসলাম মোল্লা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রাস্তার মাথায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ সাত ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লোহা ও তালা কাটার ৪০ ইঞ্চি লম্বা যন্ত্র, ধারালো চাকু, দা, চাইনীজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।