Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় কিশোরকে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১০:৪০ এএম
ঢাকার কেরানীগঞ্জে বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে রাসেল (১৫) নামে এক কিশোরকে খুন করেছে জাফর নামে এক যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
কেরানীগঞ্জ মডেল থানার এসআই শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাফর (১৯) নামে এক যুবকের কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী রাসেলকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ময়নাতদন্তের জন্য রাসেলের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ