পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারাদেশে মাত্র ১৫ দিনে ৩৯ জন বালিকা ধর্ষিত হয়েছে। তবে ধর্ষণসহ যৌন নির্যাতনের শিকার হয়েছে ৪৭ জন।
গত ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাত্র ১৫ দিনে এসব ঘটনা ঘটেছে। গত বুধবার মানবাধিকার বিষয়ক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এ তথ্য প্রকাশ করেছে। দেশের ৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট বিশ্লেষণ করে এ রিপোর্ট প্রণয়ন করেছে সংস্থাটি। মাত্র ১৫ দিনে এতগুলো ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তারা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনে সরকারের প্রতি আহŸান জানিয়েছে। বিবৃতিতে সংগঠনটি জানায়, ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। তারা জানায়, এই ১৫ দিনে সারা দেশে ৪৭ শিশু ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির শিকার হয়েছে । এর মধ্যে ধর্ষণের শিকার মেয়ে শিশুর সংখ্যা ৩৯ জন। বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৫ শিশুকে, যার মধ্যে ৪ জন ছেলে ও ১ জন মেয়েশিশু।
সংস্থাটি বলেছে, বিচারহীনতার কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। শিশু ধর্ষণের ঘটনায় শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। সংগঠনটির নির্বাহী পরিচালক শাহীন আনাম নারী ও শিশুর নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি আহŸান জানান। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে নিহত ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যাকাÐের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিও করেছে সংস্থাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।