পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারত যেতে বাধা দেয়ার অভিযোগ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১ টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারতে যাওয়ার কথা ছিল। ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে নিপুণ রায় অভিযোগ করেন। নিপুণ রায় চেীধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
ভারত যেতে বাধা দেয়ার বিষয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, ব্যক্তিগত সফরে স্বপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকা ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। অথচ আমাকে মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে। এর আগে ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেয়া হয়। তার দুদিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।