Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে ট্রাফিক সপ্তাহ শুরু

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মাদারীপুরে গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন। পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের বৈধ কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান । এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ