Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো ৩ দিন বাড়ল ট্রাফিক সপ্তাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ৫:১৯ পিএম
চলমান অভিযানকে আরো বেগবান করার জন্য ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিনের জন্য বর্ধিত করা হয়েছে। অর্থাৎ ৩ দিন বর্ধিত হয়ে ট্রাফিক সপ্তাহ চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
 
শনিবার দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বর্ধিত করার ঘোষণা দেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
 
তিনি বলেন, চলমান ট্রাফিক সপ্তাহে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সড়কে আগের থেকে শৃংখলা অনেক ফিরে এসেছে। ট্রাফিক সপ্তাহ চলাকালীন অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৫২,৪১৭টি মামলা দেয়া হয়েছে। সেই সাথে তিন কোটির অধিক জরিমানা আদায় করা হয়েছে। এর পাশাপাশি পথচারী ও চালকদের সচেতন করার লক্ষে অনস্ট্রিট ব্রিফিং, মাইকিং, পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। চলমান অভিযানকে আরো বেগবান করার জন্য ট্রাফিক সপ্তাহ আরো তিন দিনের জন্য বর্ধিত করা হল।
 
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ট্রাফিক সপ্তাহের (৫ আগস্ট থেকে ১১ আগস্ট) উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাথে উপস্থিত ছিলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
সূত্র: ডিএমপি নিউজ


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ