বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানো শেষে ইয়াবা নিয়ে বাড়ি ফেরার পথে র্যাবের হাতে ধরা পড়েছেন ভাই-বোন। বুধবার কর্ণফুলী শাহ আমান সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- তানভির হোসেন (২৮) ও তার বোন রওশন আরা বেগমের (৩২)। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের এসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তানভির ও রওশন বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩ হাজার ৮৫০টি ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সৈকতে বেড়ানোর পর ইয়াবা নিয়ে রাজশাহী ফিরছিলেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।