Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুবীর নন্দীর অবস্থা স্থিতিশীল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দুই দফা হার্ট অ্যাটাক করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। সেখানে চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষনে রেখেছেন। সর্বশেষ খবর অনুযায়ী, সুবীর নন্দীর অবস্থা স্থিতিশীল রয়েছে। সুবীর নন্দীর ঘনিষ্ঠ আত্মীয় সূত্রে জানা যায়, সুবীর নন্দী এখনো লাইফ সাপোর্টে নিবিড় পর্যবেক্ষনে আছেন। অবস্থার অবনতি বা উন্নতি—কিছুই হয়নি। কাল যেমন ছিলেন আজও তেমন। ৭২ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। উল্লেখ্য, গত রোববার রাতে সিলেট থেকে ঢাকা ফেরার সময় হার্ট অ্যাটাক করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। তার অবস্থা যেন খারাপের দিকে না যায়, সেজন্য তাকে সঙ্গে সঙ্গে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেও তার আরেকদফা হার্ট অ্যাটাক হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 



 

Show all comments
  • M. Shafiul Hoque Babul ১৭ এপ্রিল, ২০১৯, ১০:০০ এএম says : 0
    আমার প্রথম পছন্দের একজন গুনী শিল্পী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুবীর নন্দী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ