বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেডিকেলের সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর জন্য এবং সেখানকার বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য ডা. সামন্ত লাল সেনকে নির্দেশনা দেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুবীর নন্দীর জামাই রাজেশ সিকদার জানান, গত রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুবীর নন্দীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পরই তার মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এছাড়া দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছেন তিনি। তার হার্টে বাইপাস অপারেশন হয়েছে। কিডনির সমস্যা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।