Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ধর্ষণকারী যুবককে পুলিশে দিল রাজশাহীর জনতা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১:৩৭ পিএম

রাজশাহীর বাগমারা উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বাগমারা থানার ওসি আতউর রহমান জানান, তাহেরপুর পৌরসভার হরিফালা গ্রামে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মেয়েটির বাবা মামলায় উল্লেখ করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার আলামিন (২০) ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, “মেয়েটিকে কৌশলে বাড়ির পাশের একটি টিনের পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে আলামিন ।”
পরে রাত ৯টার দিকে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ আলামিনের বাড়ি গেলে সে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।”
এ ঘটনায় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোপর্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ