বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার প্রথম প্রহর থেকে নৌযান শ্রমিকরা লাগাতার এই ধর্মঘট শুরু করে। তবে এর আগে সোমবার শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে নেতাদের ফলপ্রসূ আলোচনার ফলে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বলে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম জানিয়েছিলেন। তবে সেই আলোচনা ভেস্তে গেছে।
মঙ্গলবার সকালে শ্রমিকদের ধর্মঘটে ঢাকার সদরঘাট থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। অনেকেই ঘাটে এসে কোনও লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন। ফিরে গেছেন যাত্রীরা। বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা বলেন, সকালে সদরঘাটে অনেক যাত্রী এসেছিল। কিন্তু লঞ্চ না চলায় তারা ফিরে যান।
তিনি আরও জানান, সোমবার রাত ১২টার পর সদরঘাট থেকে কোনও লঞ্চ ছাড়েনি। তবে দক্ষিণাঞ্চল থেকে রাত ১২টার আগে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ সদরঘাটে এসেছে। সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।
রফিকুল ইসলাম নামের এক লঞ্চ শ্রমিক জানান, সরকার কর্তৃক নির্ধারিত বেতন মালিকরা আমাদের এখনও দিচ্ছে না। ইনক্রিমেন্ট বা কোনও ধরনের নিরাপত্তা নেই। তাই নৌযান চলাচল বন্ধ রেখেছি। ফলপ্রসূ আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।