Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার রাতে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ৮ দিনের সরকারী সফরে কঙ্গো ও দক্ষিণ সুদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি উভয় দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন ও সেনা সদস্যেদের উদ্দেশ্যে দরবার নেবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান উভয় মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাত করবেন। কঙ্গোতে তিনি ফোর্স কমান্ডার ও ডেপুটি এসআরএসজি এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ইতুরি প্রদেশের গভর্নর এর সাথে মতবিনিময় করবেন। এছাড়াও, দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চীফ অব ডিফে›স ফোর্সের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ এপ্রিল দেশে ফিরবেন। আইএসপিআর

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্তিরক্ষা মিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ