বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে দ্বিখন্ডিত হয়ে ২০জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, সোমবার ভোর সোয়া ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর সভার বোয়ালিয়া হেলিপ্যাড নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী যাত্রীবাহী কোচ কর্ণফুলি স্পেশাল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা খেয়ে খাদে পরে যায়। ফলে কোচটি দ্বিখন্ডিত হয়ে যায়। এতে কোচের ২০জন যাত্রী আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। এর মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক। এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ আকতারুজ্জামান জানান, বিষয়টি অত গুরুত্বপূর্ন নয়; ৫জনের মত আহত হয়ে থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।