Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালকে হারাল ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমান রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘি্তন সাত গোলের ম্যাচে আবাহনী ৪-৩ গোলে হারায় জামালকে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় আবাহনী। অবশ্য শেষ দিকের দুই গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল শেখ জামাল। এই জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থানেই রইল আবাহনী। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া শেখ জামালের অবস্থান আটে।

কাল ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। কিক অফের পর সানডে চিজোবার ভুল পাস থেকে বল ধরে সলোমন কিংস লম্বা করে বাড়ান সাখাওয়াত হোসেন রনিকে। বল পেয়ে রনি ক্রস করলে গোঁড়ালির টোকায় লক্ষ্যভেদ করেন জামালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েল পেরেস (১-০)। ১০ মিনিটে জীবনের ফ্রি-কিকে আবাহনীর আফগানিস্তানের ফরোয়ার্ড মাসিহ সাইঘানি হেডে গোল করে সমতা আনেন (১-১)। ২৭ মিনিটের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এসময় আবাহনীর রায়হানের লম্বা থ্রো হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন জামাল ডিফেন্ডার মানিক (২-১)। ম্যাচের ৩৬ মিনিটে ঝড় শুরু হলে খেলা বন্ধ করে দেন রেফারি। এক ঘণ্টা ১৭ মিনিট পর ফের খেলা শুরু হয়। ৬৩ মিনিটে চিজোবার কাছ থেকে বল পেয়ে নিখুঁত শটে নাইমের মাথার ওপর দিয়ে গোল করেন আবাহনীর হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট (৩-১)। ৭০ মিনিটে চিজোবার হেডে বাড়ানো বল গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন জীবন (৪-১)। নয় মিনিট পর বোজানের শট শহীদুল ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে ব্যবধান কমান জিকু (২-৪)। ৯০ মিনিটে জিকু আবারো গোল করে ম্যাচ জমিয়ে তোলেন (৩-৪)। তবে শেষ রক্ষা হয়নি জামালের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ