বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয়তাবাদী যুবদল বিভাগীয় প্রতিনিধি সভার দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর অঞ্চলের সভা গতকাল শনিবার বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জরুল আজিম সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ করিম দিপ্তি, লক্ষীপুর জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ হাসান লিঙ্কন, ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, মধ্যরাতের ভোটে নির্বাচিত ক্ষমতা জবর দখলকারী বিশ্ব স্বীকৃত স্বৈরাচার সরকারের হত্যা, গুম, নির্যাতন, জুলুম, দুর্নীতি, লুটপাট, নারী নির্যাতন ও গায়েবী মামলা থেকে রক্ষা পেতে হলে তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।