বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর মেঘনা নদীতে অভিযানে ২৫০ কেজি পাঙ্গাসের পোনা আটক করা হয়েছে। সেই সাথে ৫০ কেজি জাটকা, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি ট্রলার জব্দ করা হয়। গতকাল শনিবার ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত জেলা টাস্কফোর্সের এ অভিযান চলে। অভিযানে আটক মাছ শহরের মোলহেডে উপস্থিত শতাধিক গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। জাল ও নৌকা বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি জানান, ২৫০ কেজি পাঙ্গাসের পোনা শুধুমাত্র ১টি ‘চাই’ থেকে উদ্ধার করা হয়েছে। এই চাইগুলো কতটা ভয়ঙ্কর তা নিজ চোখে না দেখলে বোঝানো যাবে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলেরা এক একটা চাই পেতে প্রতিদিন মেঘনা নদীতে কোটি কোটি পাঙ্গাসের পোনা ধ্বংস করছে। অথচ নদীর এই পাঙ্গাসগুলো এক একটাই ১৮ কেজি, ২০ কেজি হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা এম আসাদুল বাকী জানান, কারেন্ট জাল যেমন ইলিশ ধ্বংস করছে, তেমনি এই চাইগুলো পাঙ্গাস মাছ ধ্বংস করছে।
বিশাল আকৃতির চাইটি প্রদর্শনীতে দেখানোর জন্য জেলা মৎস্য অফিসে সংরক্ষণ করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।