প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ রাত ৮ টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ বৈশাখী পাঁচফোড়ন। দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশো’র আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে নববর্ষ, বৈশাখী মেলা এসব নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এর কথায় ও মেহেদীর সঙ্গীত পরিচালনায় নববর্ষকে নিয়ে একটি গান গেয়েছেন শিল্পী প্রতিক হাসান। ঢাকার অদুরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে গানটি ধারন করা হয়। আর একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্রদেব। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পংকজ। একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন দিনাত জাহান মুন্নি ও পলাশ। কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তাপস। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেশ ক’টি ঐতিহ্যবাহী বটগাছের উপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। আমাদের লোকসঙ্গীতের একটি অন্যতম উপাদান বাঁশি। আর পহেলা বৈশাখ এলেতো কথাই নেই ছেলেবুড়ো সবার হাতেই শোভা পায় বাঁশের বাঁশী। কিন্তু কোত্থেকে আসে এত বাঁশী-সেই উত্তর পাওয়া যাবে এবারের পাঁচফোড়নে। এছাড়াও বাঁশের তৈরী বিভিন্ন পন্যসামগ্রীর উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বাংলাদেশের লোকসংস্কৃতির প্রাচীনতম বাদ্যযন্ত্র হচ্ছে ঢোল। চর্মাচ্ছাদিত এই বাদ্যযন্ত্রটি ছন্দ ও তালের জন্য অনন্য। এবারের পাঁচফোড়নে এই ঢোলের উপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়েই বিভিন্ন ধরনের নাট্যাংশ করা হয়। এবারও বৈশাখের উপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।