Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের অভিযানে গাজীপুরে আন্তঃ জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

দেশীয় অস্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ৮:৫০ পিএম

গাজীপুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যরা ৬ জন আন্তঃ জেলা ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতি করা মালামাল ও দেশী অস্র উদ্ধার করা হয়েছে।

গাজীপুর র‌্যাব ১ পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন প্রেরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। তিনি জানান, শুকবার রাতে গোপন সংবাদের ভিওিতে তিনি খবর পান যে, আন্তঃ জেলা ডাকাত দল গাজীপুর সদর উপজেলার গজারিয়া পাড়া এলাকায় ডাকাতি করে পিকআপ ভ্যান যোগে পালিয়ে যাচ্ছে। তখন ক্যাম্প কমান্ড আবদুল্লাহ আল মামুন তার সঙ্গীয় ফোস নিয়ে মিয়া বাড়ি নিটল মটর লিঃ ডেলিভারী পয়েন্টের দঙিনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গজারি বনে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো শাহিন (৪০) তাজু মিয়া ওরফে উজ্জল (৩৮) জামাল উদ্দিন (৩৩) রফিকুল ইসলাম (৩৫) আঃ মান্নান (৩৬) ও আঃ লতিফ (৬০)।

তিনি আরো জানান, এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত থেকে ডাকাতির বিভিন্ন মালামাল ও দেশীয় অস্র উদ্ধার করা হয়। জিঞাসাবাদে ডাকাতরা জানান যে, তারা ন্যাশনাল পাকসহ গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় দীঘ দিন ধরে ডাকাতি করে আসছে।
তাদের ডাকাতি কাজে বাধা দিলে পথচারি সহ একাধিক লোককে তারা হত্যা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ