মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল পাকতান হারপানের নেতা এবং পোর্ট ডিকসনের সাংসদ আনোয়ার ইব্রাহীম বলেছেন তার সরকার প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব মালয়েশিয়া নামে পরিচিত সাবাহ এবং সারাওয়াক কে তাদের সমাধিকার দিয়ে নিজেদের অংশীদার করবেন।
পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার চলতি মাসের ৯ তারিখে আরো বলেন, ‘সরকার সাবাহ এবং সারাওয়াকের জনগণের আহ্বানে সাড়া দিয়েছে এবং এটি মালয়েশিয়ার জনগণের জন্য একটি ঐতিহাসিক ব্যাপার।’
তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যাবত বিতর্ক হয়েছে এবং আমরা সাবাহ ও সারাওয়াকের লোকজনের আকুতি শুনেছি। আমাদের প্রধানমন্ত্রী ড. মাহাথির তার প্রতিশ্রুতি রেখেছেন।’
মালয়েশিয়ার আইনসভায় সংবিধান সংশোধনী বিষয়ক এক আলোচনায় আনোয়ার বলেন, এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী একটি অর্থবহ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘অর্ধ শতাব্দীর ও বেশী সময় অতিবাহিত হয়েছে কিন্তু এর পূর্বে ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল কোনো পদক্ষেপ নেয় নি।’
আনোয়ার বলেন, এ বিষয়ে কোনো দ্বিধা থাকা উচিত নয় এবং তিনি একই সাথে এ বিষয়ক সংশোধনী সমর্থন দেয়ার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এ বিষয়টি আসলে ইতিহাসের একটি ভুল। আর বর্তমানে পাকতান সরকার এই ভুল শুধরিয়ে নিচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।