Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়েটায় বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ১৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:২১ পিএম
বেলুচিস্তানের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার সকালে কোয়েটা শহরের হাজারীগঞ্জ এলাকায় হাজারা সম্প্রদায়ের লোকজনদের লক্ষ্য করে এ বিস্ফারণ ঘটানো হয়। খবর ডন অনলাইনের।
 
ডিআইজি আবদুল রাজ্জাক বলেন, নিহতদের মধ্যে সাতজন হাজারা সম্প্রদায়ের। অন্যজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।
 
দেশটির পুলিশ জানায়, এ হামলায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহতদের উদ্ধার করে বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
 
বেলুচিস্তানের প্রধানমন্ত্রী জাম কামাল এ হামলার নিন্দা জানিয়েছেন। হাজারা সম্প্রদায়ের মানুষ বারবার সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ