নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চারশ’ রানের ম্যাচ, ৫৮টি বাউন্ডারি, চার ব্যাটসম্যানের ফিফটি, শেষ ওভারে প্রয়োজন ১৫Ñএমনই এক শ্বাসরুদ্ধকর ম্যাচ ২ উইকেটে জিতে নিল কোয়েটা গ্লাডিয়েটর্স।
৬ বলে প্রয়োজন ১৫ রান। ৮ উইকেট শেষ হওয়া কোয়েটার দায়িত্ব তখন ক্রিজে থাকা মোহাম্মদ নবী আর জুলফিকার বাবরের কাঁধে। জোয়েব খানের প্রথম বলটি কাজে লাগাতে ব্যর্থ নবী। উত্তেজনার পারদ চরমে। ম্যাচের পাল্লা ভারী হতে শুরু করেছে লাহোর কালান্দারের দিকে। পরের দুই বলেই চার আর ছক্কায় দলকে লড়াইয়ে ফেরান আফগান নবী। জয়ের স্বপ্ন আবারও জেগে ওঠে কোয়েটা শিবিরে। খেলোয়াড়, ফ্র্যাঞ্চইাজ মালিক থেকে শুরু করে বাড়তে থাকে গালারীতে থাকা দর্শকদেরও বুকের ধুকপুকানি। পরের দুই বলে দুবার জায়গা বদল করে দায়িত্বটা নিজের কাঁধে নেন এই আফগান যোদ্ধা। শেষ বলে সজোরে হাঁকান চারের উদ্যেশ্যে, জয় নিশ্চিত হয় নবীর হাত ধরেই!
তবে ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে কোয়েটা। ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে। সেহজাদ ২ বলে ৪ রান করেই সাজঘরে ফিরে যান। এরপর বিসমিল্লাহ খান ও কেভিন পিটারসন। তাদের জুটি থেকে দলে রান আসে ৭৩ রান। তবে ৯ ওভারে পরপর দুই বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পিটারসন ও খান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন বিসমিল্লাহ খান। তিনি ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩০ বলে সংগ্রহ করেছেন ৫৫ রান। তবে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। পিটারসন করেছেন ৩৪ রান এবং সাঙ্গাকারা করেছেন ৩৭ রান। লাহোরের হয়ে এহসান আদিল নিয়েছেন ৪টি উইকেট, ৩টি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো এবং ১টি উইকেট নিয়েছেন কেভিন কুপার।
গেলপরশু রাতে দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কোয়েটা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে লাহোরের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান। শুরুটাও ধুন্ধুমার হয় দুই ওপেনার ক্রিস গেইল এবং অধিনায়ক আজহার আলীর হাত ধরে। ক্যারিবীয়ান দানবের ঝড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই ১০ ওভারে ১০০ রান তোলে লাহের! পরের ওভারে জুলফিকার বাবরের বলে আহমেদ সেহজাদের হাতে ক্যাচ তুলে দেবার আগে ৩ চার, ৬ ছক্কা আর ৩৪ বল খেলে ৬০ রান জমা পরে গেইলের ঝুলিতে। ১৬তম ওভারে সাজঘরে ফিরবার আগে ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন আজহারও। শেষ পর্যন্ত উমর আকমল (২৫ বলে ৫৫) ও ডোয়াইন ব্রাভোর (১৭ বলে ২০) দৃঢ়তায় বিশাল রান পাহাড় দাঁড় করায় লাহোর। তবে শেষ রক্ষা হয়নি। দুবাইয়ে চলা পাকিস্তান সুপার লিগ নিয়ে যারা রানখরার সমালোচনা করছিল, এই ম্যাচ সেটির জবাবও বটে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।