পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিজেকে ঈমানদার দাবি করে নির্বাচনে নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার মাধ্যমে বিএনপির সমর্থন আদায়ে সক্ষম হয়েছিলেন গণফোরাম নেতা মোকাব্বির খান। বিএনপির ভোটে অখ্যাত মোকাব্বির জিরো থেকে হিরো হয়ে যান নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে। কিন্তু সেই ঈমানদার মোকাব্বির খান এখন বিএনপির নিকট বেঈমান হিসেবে আখ্যায়িত হয়ে ক্ষোভের পাত্রে পরিণত হয়েছেন। এমপি পদমর্যাদা লুন্ঠিত হয়ে গেছে বেঈমান তকমায়।
গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদে একটি অনুষ্ঠানে বিএনপি ও মহিলা দলের নেতাদের চোখের সামনে পড়তেই মোকাব্বিরকে দেখে রুখে দাঁডায় নেতাকর্মীরা। মুহূর্তেই মলিন হয়ে যায় এমপির ইমেজ, গৌরব।
জেলা পরিষদের অনুষ্ঠানস্থলে তিনি প্রবেশের পরই বিএনপি নেতাকর্মীরা হল থেকে বের হয়ে যান। এ সময় মহিলা দলের নেত্রীরা অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নিয়ে মারমুখী হয়ে ওঠলে বিএনপি নেতারা তাদেরকে শান্ত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদে এনজিও সংস্থা আইডিয়ার ব্যানারে আওয়ামী লীগ, বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে সদ্য শপথ গ্রহণকারী মোকাব্বির খান এমপি যোগ দেবার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হন সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান। তাকে দেখেই উপস্থিত বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মোকাব্বিরের উপস্থিতির খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও জেলা পরিষদে আসতে থাকেন। এমতাবস্থায় সংক্ষিপ্ত বক্তব্য রেখেই মোকাব্বির খান দ্রæত জেলা পরিষদ এলাকা ত্যাগ করেন।
আয়োজক প্রতিষ্ঠান আইডিয়ার আহŸায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ বিক্ষোভের কথা অস্বীকার করে জানান, মোকাব্বির খান অনুষ্ঠানের অতিথি ছিলেন। তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশের পর বিএনপি নেতারা বের হয়ে গেলে মোকাব্বির খান নির্বিঘেœ বক্তব্য দিয়ে চলে যান। পরে বিএনপির নেতারা পুনরায় অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সিটি কাউন্সিলর শাহানারা বেগম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজিসহ অর্ধশতাধিক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।