Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরের ইউএনও এর বিরুদ্ধে সাংসদ মোকাব্বির খানের অভিযোগ

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৫:৩৫ পিএম

সিলেট জেলার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের বিরুদ্ধে সিন্ডিকেট সৃষ্টির অভিযোগ সহ নানা দুর্নীতির অভিযোগ আনলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি ২৯ মে নগরীর বাগবাড়িস্থ নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে তাহমিনা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেখানে বিনামূল্যে জমি পাওয়া যাবে না, সেখানে ৩ গুণ বেশি টাকা দিয়ে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ওসমানীনগর উপজেলায় এসব প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে জমি দানের আগ্রহী ব্যক্তি থাকা সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সক্রিয় সহযোগিতায় একটি প্রভাবশালী সিন্ডিকেট জমি অধিগ্রহণের নামে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিলো। বিষয়টি প্রমাণ সহ এমপি মোকাব্বির খানের নজরে আসলে তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ডিওলেট পাঠান এবং জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন।
একই ভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য স্থান নির্ধারণের ক্ষেত্রেও ওসমানী নগরের ইউএনও সরকারি বিধি বিধান উপেক্ষা করে সিন্ডিকেটের স্বার্থে কাজ করে আর্থিক মুনাফা অর্জনে সচেষ্ট রয়েছেন। এ ব্যাপারে স্থানীয় সাংসদের নির্দেশ থাকা সত্ত্বেও প্রজাতন্ত্রণের কর্মচারী হয়ে জনগণের স্বার্থকে উপেক্ষা করে নিজের এবং সিন্ডিকেটের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছেন। এ ব্যাপারে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এমপি মোকাব্বির খানের কাছে রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ওসমানীনগরের গোয়ালাবাজারে টিসিবি’র পণ্য বিক্রির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যা খোলাবাজারে বিক্রির ব্যাপারে ইউএনও’র যোগসাজস রয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক টিআর, কাবিটা প্রকল্পে ১০-১৫% টাকা ইউএনও’র পকেটস্থ হওয়ার অভিযোগ রয়েছে। যারা তার দাবী মোতাবেক টাকা পরিশোধ করতে পারেননি, তাদের বিল আটকে রেখে তিনি নানা ভাবে হয়রানী করে যাচ্ছেন। তাঁর এসব কর্মকান্ডে জনগণ তাদের সরকারি সেবা ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি সরকারের ভাবমূতি ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমপি মোকাব্বির খান বলেন, তার নির্বাচনী এলাকার জনগণের অধিকার রক্ষায় এসব দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় শাস্তিমূলক গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের উন্নয়ন কর্মসূচি শতভাগ সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে দুর্নীতিবাজ কর্মচারী এবং তাদের দোষর সিন্ডিকেটের কর্মকান্ডের যাবতীয় তথ্য প্রমাণ সহ জাতীয় সংসদে তুলে ধরবেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ওসমানী নগরের ইউএনও এর দুর্নীতির অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরায় ইউএনও এবং তার দোষর বিশেষ সুবিধা ভোগী চক্রটি এমপির উপর বিরাগভাজন হয়েছেন। তারা এমপির মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করতে পদে পদে বাধা সৃষ্টি করছেন এবং তাকে নানা ভাবে অপদস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি নির্বাচনী এলাকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে জাতির বিবেক সাংবাদিক সমাজের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সাংসদ মোকাব্বির খান সব সময় দুর্নীতির বিরুদ্ধে সংক্রিয়। দুর্নীতিরি বিরুদ্ধে কথা বলে ইতিমধ্যে দেশবাসীর প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন। তার নির্বাচনী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো। এতে করে নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের আশংকা দেখা দিয়েছিলো। তিনি বিষয়টির আশু প্রতিকার চেয়ে ভূমিমন্ত্রী বরাবরে ডিওলেটার পাঠান এবং পরবর্তীতে মহান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন। যার ফলশ্রুতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে এবং কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন বন্ধ হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুর উদ্দিন আহমদ নুনু, প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, সুফি মিয়া, শহিদ আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংসদ মোকাব্বির খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ