Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

আল্লামা মুফতী উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

প্র: কোন্ কোন্ কারণে নামাজ ছেড়ে দেয়া ওয়াজিব?

উ:- প্রথম মুক্তাদী আস্তে আস্তে পিছনে সরে আসবে। অথবা আগন্তুক মুসল্লীরা তাকে হাত দিয়ে পিছনে এনে কাতার বাঁধবে। মুক্তাদীরা যদি কোন কারণে পিছনে না যায়, তাহলে ইমাম নিজেই এক কদম আগে বেড়ে প্রথম মুক্তাদীর ডানে ও বামে জায়গা করে দিবে যাতে তারা একত্রে কাতার করতে পারে।
উ:- (গায়াতুল আওতার)
প্র:- কারো বাড়ীতে জামাআত হলে, সে জামাআতে ইমামতির জন্যে কে অগ্রগণ্য?
উ:- বাড়ীর মালিক যোগ্য হলে সে-ই অগ্রগণ্য। অন্যথায় সে যাকে ভালো মনে করবে, তাকে ইমামতির জন্য পাঠাতে পারে।
প্র:- নামাযের মধ্যে সূরা কিরাত কোন্ তারতীবে পড়া উচিত?
উ:- কোরআন শরীফে যে তারতীবে বর্ণিত আছে, সে তারতীবে পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে তারতীবের উল্টা করে সূরা পড়া মাকরূহ।
প্র:- এক রাকাতে বিভিন্ন জায়গা হতে কোন সূরার অংশ পড়া কেমন?
উ:- এক রাকাতে একটি পূর্ণ সূরা পাঠ করা উত্তম। তবে বড় সূরার অংশবিশেষ পড়ে নামায আদায় করলেও কোন ক্ষতি নেই।
প্র:- তারাবীহর নামায জামাআতে পড়া কি?
উ:- সুন্নতে কিফায়াহ।
প্র:- রমযানের বিতরের নামায জামাআতে পড়া কি?
উ:- মুস্তাহাব।
প্র:- চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নামায পড়া কি?
উ:- সুন্নত।
প্র:- কাদের পিছনে জামাআত পড়লে জায়েয হবে না?
উ:- ১. পাগল ২. জ্ঞানহীন ৩. নাবালক ৪. মহিলা ৫. নপুংসক ৬. মা‘যুর ৭. মাসবূক ৮. লাহেক ৯. বিদআতি যথা- রাফেজী, কাদরী, জাহমী, শিয়া ও কবর পূজারী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন