Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে পহেলা বৈশাখে রং ছিটানো নিষিদ্ধ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৬:২৬ পিএম

পহেলা বৈশাখে রং ছিটানো নিষিদ্ধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, পহেলা বৈশাখে কেউ রং ছিটালে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বিজ্ঞপ্তিতে পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন কর্মসূচি ও নিদের্শনার কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপলক্ষে ‘চিত্র যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এছাড়া কর্মসূচির প্রথম দিন তথা পহেলা বৈশাখে ক্যাম্পাসে দাপ্তরিক কাজে নিয়োজিত ব্যক্তিদের মোটরসাইকেল ছাড়া অন্য মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, বহিরাগত গাড়ি প্রবেশ ও চলাচল সীমিত রাখা হবে এবং মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা নিষিদ্ধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ