Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকক নেয়া হয়েছে সাংবাদিক মাহফুজ উল্লাহকে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১১:০৪ এএম

উন্নত চিকিৎসার জন্য সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হয়েছে। বুধবার রাতে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পারিবারিক সিদ্ধান্তে তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হচ্ছে বলে বুধবার রাতে জানিয়েছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিকেল পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন। এর আগে হাসপাতালটির পরিচালক গণমাধ্যমকে বলেন, স্কয়ার হাসপাতালের চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। এক সপ্তাহ আগে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ডা. রায়হান রাব্বীর অধীনে আইসিইউ’র ৩ নং বেডে চিকিৎসা নেন এই সাংবাদিক।
মাহফুজ উল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গত ২ এপ্রিল রাতে। পরে স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।
তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ