গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নবী হোসেন (৪৯। র্যাব বলছে, সে মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী।
র্যাব-২ এর ডিএডি আজাদ জানান, ঢাকা উদ্যান এলাকায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারীদের অবস্থানের খবর পেয়ে তারা সেখানে অভিযানে যান।
এ সময় মাদক কারবারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করা শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চোরাকারবারীরা পিছু হটে গেলে র্যাব সেখানে গুলিবিদ্ধ অবস্থায় নবীকে পড়ে থাকতে দেথে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীর পিতার নাম চান মিয়া। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া এলাকায়।
র্যাব কর্মকর্তা আরো জানান, গুলিবিনিময়ের ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।