Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউডের সিনেমার শূটিংয়ের আয়োজনে অনন্তর দ্বীন দ্য ডে’র শূটিং

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

গত মঙ্গলবার জনপ্রিয় নায়ক, প্রযোজক, পরিচালক ও শিল্পপতি অনন্ত জলিল তার বহুল আলোচিত ও ব্যয়বহুল সিনেমা দ্বীন দ্য ডে সিনেমার শূটিং করলেন রূপগঞ্জের গোবিন্দপুর গ্রামে। হলিউডের সিনেমার শূটিং যেভাবে করা হয় এ শূটিংয়ে তার সব আয়োজনই ছিল। পুরো সিনেমাটির শূটিংয়েই এ আয়োজন থাকবে। মঙ্গলবারের শূটিংয়ে অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়। দুপুরে হেলিকপ্টারে চড়ে আসেন অনন্ত। নিরাপত্তা বাহিনীর স্পেশাল ব্রাঞ্চ সোয়াত অফিসারের পোশাকে দেখা যায় তাকে। তার আসার খবর পেয়ে সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করেন। অনন্ত হেলিকপ্টার থেকে গুলি করতে করতে এক সময় নেমে আসেন। এমন এক ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করা হয়। এই দৃশ্যসহ অন্যান্য অ্যাকশন দৃশ্য ধারণ করেন ইরান থেকে আগত ১৭ জন টেকনিশিয়ান। ক্যামেরা বন্দি করছিলেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অ্যাকশন দৃশ্যের থিম সম্পর্কে অনন্ত জানান, ব্যাংক থেকে মোটা অংকের টাকা চুরি হয়। এই টাকা উদ্ধার করতে পুলিশ ব্যর্থ হয়। তারপর সরকারি নির্দেশে সোয়াত অফিসার ডাকাতদের মেরে টাকাগুলো উদ্ধার করে। এখানে আমি সোয়াত অফিসারের ভ‚মিকায় অভিনয় করেছি। তিনি সিনেমাটির গল্পের সারাংশ তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, আদম পাচার হচ্ছে, মাদকের আধিপত্য চোরাচালান হচ্ছে-এসবের বিরুদ্ধেই দ্বীন দ্য ডে নির্মিত হচ্ছে। ইতোমধ্যে ইরান ও আফগানিস্তান সীমান্তের দুর্গম এলাকায় সিনেমাটির শূটিং আমরা করেছি। এখন বাংলাদেশে করছি। রোজার মাসে তুর্কিতে ১৫ দিনের শূটিং হবে। অত্যন্ত ব্যয়বহুল সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি দেয়া হবে।

 



 

Show all comments
  • Uzzal ১১ এপ্রিল, ২০১৯, ৯:২৬ এএম says : 0
    ছবিটির নাম, 'দ্বীন' যার ইংরেজি করলে হয় 'দ্য ডে' কিন্তু আপনারা একসাথে কেন লিখেছেন,'দ্বীন দ্য ডে'?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ