Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরগান ফ্রিম্যানের ছবি চর্মরোগের বিজ্ঞাপনে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১১:৪২ এএম

অস্কারজয়ী হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যানের ছবি ভারতের কেরালার একটি হাসপাতাল তাদের চর্মরোগের বিজ্ঞাপনে ব্যবহার করে। ছবিটি অন্তর্জালে ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিতে ক্ষমা চেয়ে ছবিটি সরিয়ে নিয়েছে।

বিজ্ঞাপনটিতে মরগান ফ্রিম্যানকে একটি স্ট্যান্ডে দেখানো হয়েছে এবং বার্তাটিতে লেখা ছিল, ‘একবার সাক্ষাতে সহজ পদ্ধতির মাধ্যমে আপনার ত্বকের ট্যাগ, ডিপিএন, ওয়ার্টস, মিলিয়া, মোলাস্কাম এবং কমেডোন অপসারণ করুন।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়, ভাদাকারা কো-অপারেটিভ হাসপাতালের বিপণন প্রধান টি সুনীল বলেছেন, ‘একজন চর্মরোগ বিশেষজ্ঞ সম্প্রতি আমাদের আউট পেশেন্ট বিভাগে যোগ দিয়েছেন। হাসপাতালে স্কিনকেয়ার চিকিৎসার সুবিধা রয়েছে তা প্রচার করার জন্য, বোর্ড লাগানো হয়েছিল এবং চার দিন ধরে রাখা হয়েছিল। স্থানীয় একজন ডিজাইনার এটি তৈরি করেছেন। জ্ঞান ও গাম্ভীর্যের অভাবে অযত্নে ওপিডির সামনে বোর্ড লাগানো হয়েছে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন কেন নেলসন ম্যান্ডেলার ছবি বিজ্ঞাপনের জন্য ছাপা হয়েছিল। এরপর শনিবার আমরা তা সরিয়ে ফেলি।’

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘ইনভিক্টাস’ ছবিতে নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছিলেন মরগান।

তিনি আরও বলেন, ‘তবে রবিবারের মধ্যে বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আমরা ফেসবুকে আমাদের ক্ষমা চেয়েছি। আমরা বুঝতে পারি যে ফ্রিম্যান একজন মহান শিল্পী, সারা বিশ্বের অনেক লোকের দ্বারা প্রশংসিত। জ্ঞানের অভাবের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

উল্লেখ্য, মরগান ফ্রিম্যান ‘আনফরগিভেন’, ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’, ‘মিলিয়ন ডলার বেবি’, ‘ডার্ক নাইট ট্রিলজি’ সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। গতকাল কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনাও করেন এই কিংবদন্তি অভিনেতা। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ