প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দর্শক নন্দিত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। ‘টাইটানিক’ সিনেমায় রোজ চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে একাধিকবার বিবস্ত্র হয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুর দিকে একটি মঞ্চনাটকে বিবস্ত্র হয়ে অভিনয় করতে গিয়ে দারুণ বিড়ম্বনায় পড়েছিলেন ৪৭ বছর বয়েসী এই লাস্যময়ী অভিনেত্রী।
গত ১৬ ডিসেম্বর কেট অভিনীত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘গ্রাহাম নরটন’ শোতে গিয়ে নানা বিষয়ে কথা বলেন কেট। এসময় অষ্টাদশী কেটের বিবস্ত্র হয়ে অভিনয়ের স্মৃতিচারণা করেন তিনি। আর সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়েন এই অভিনেত্রী।
কেট উইন্সলেট বলেন—‘‘আমার বয়স তখন ১৮। ম্যানচেস্টার রয়্যাল এক্সচেঞ্জের প্রযোজনায় অভিনয় করছিলাম। মঞ্চনাটকটির নাম ছিল ‘হোয়াট দ্য বাটলার স’। এ নাটকের জেরাল্ড চরিত্রে অভিনয় করছিলাম। চরিত্রটি একজন চিকিৎসকের সেক্রেটারির চাকরিপ্রত্যাশীর। নিয়োগ দেওয়ার আগে চিকিৎসক আমার সারা শরীর পরীক্ষা করে দেখতে চান আর এজন্য পোশাক খুলে ফেলতে বলেন।’’
ওই নাটকের মঞ্চটি ছিল বৃত্তাকার। তা উল্লেখ করে কেট বলেন, ‘কথামতো আমি সব জামাকাপড় খুলে ফেলি। আর সেখানে পাতা একটি সাদা চাদরের ওপর শুয়ে পড়ি। ঠিক সেই সময়ে আমার প্রচণ্ড বাথরুমে চাপ দেয়। বৃত্তাকার মঞ্চে শুয়ে আছি, আমার চারপাশে দর্শক। আমার মনে হয়েছিল, এই অবস্থায় নাড়াচাড়া করলেও বাথরুম হয়ে যাবে।’
পরের ঘটনার বর্ণনা দিয়ে কেট বলেন, ‘বিবস্ত্র হওয়ার সময়ে বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ে আমার পোশাক। ছড়িয়ে পড়া পোশাক খুঁজে পরিধান করে বাথরুমে যাওয়ার অবস্থায় ছিলাম না। তাই দৃশ্যটি শেষ হওয়ার সময় যে চাদরে শুয়ে ছিলাম, সেটি শরীরে পেচিয়ে মেকআপ রুমে দৌড়ে চলে গিয়েছিলাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।