Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে নেয়া হচ্ছে সাংবাদিক মাহফুজউল্লাহকে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৫:২৩ পিএম

উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক মাহফুজউল্লাহকে রাতে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রায় ১০ দিন ধরে চিকিৎসাধীন থেকেও অবস্থার উন্নতি না হওয়া মাহফুজউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বুধবার (১০ এপ্রিল) রাত ১১টায় এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে। এদিকে সাংবাদিক মাহফুজউল্লাহর চিকিৎসার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ টুকু, ডা. এজেএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খোঁজ খবর রাখছেন বলে শায়রুল কবির জানান।

সাংবাদিক মাহফুজউল্লাহ ছাত্রজীবনে ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খ-কালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন।



 

Show all comments
  • Ahsan Habib ১০ এপ্রিল, ২০১৯, ৭:৫৩ পিএম says : 0
    i wish his speedy recovery. He was my class friend in Dhaka College And we studied together in DU. Best wishes, Mahfuz.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ