মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তার দেশ। আর এটা তুরস্কের জাতীয় সিদ্ধান্ত। মঙ্গলবার রাশিয়া সফরকালে এরদোগান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহ।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কের এস-৪০০ কেনা নিয়ে আন্তর্জাতিক মহলের বড় ধরনের একটি আগ্রহ রয়েছে, আর সে কারণে তুর্কি মন্ত্রীদের কাছে বার বার জানতে চাওয়া হচ্ছে, ওই ক্ষেপণাস্ত্রের ব্যাপারে আঙ্কারার অবস্থান পরিবর্তন হয়েছে কি না। এ ব্যাপারে এরদোগান বলেন, ‘আমরা তাদের বলতে চাই, ‘প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সব কিছু প্রস্তুত।’ এস-৪০০ ক্ষেপণাস্ত্র জুলাইয়ে হস্তান্তরের কথা ছিল, এখন সেটা তার আগেই হতে পারে।’
তুর্কি প্রেসিডেন্ট বলেন, বহিঃশত্রুর হুমকির কারণে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুরস্কের জাতীয় স্বার্থের জন্য, তৃতীয় কোনো দেশকে টার্গেট করার জন্য নয়। আবার তুরস্কের সার্বভৌম পছন্দের ব্যাপারে তৃতীয় কোনো দেশকে নাক গলানোর অনুমতিও দেওয়া হয়নি।
এর আগে তিনি তুর্কি-রাশিয়ার পারস্পারিক সংস্কৃতি বিনিময় বিষয়ক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন এরদোগান।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর মাসে এস-৪০০ কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে আড়াই হাজার কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কই প্রথম রাশিয়ার এই প্রযুক্তি কিনলো। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে অনেক দিন থেকেই কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে আঙ্কারার। সাম্প্রতিক সময়ে এস-৪০০ কেনা থেকে তুরস্ককে বিরত রাখতে নানা হুমকি-ধামকি দেয় আমেরিকা। কিন্তু মার্কিন হুমকি উপেক্ষা করে রাশিয়ার সর্বাধুনিক এ প্রযুক্তি কেনার বিষয়ে অটল থাকে আঙ্কারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।