Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলীতে নৌকাডুবি: নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:৩৩ পিএম

কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও আরো একজন নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার সকালে ইপিজেড থানাধীন কর্ণফুলীর নেভাল বার্থ-১ এলাকায় ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মো. আকবর (৮০) ও মো. হানিফ (৩৫)। আকবর জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের সিরাজ মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে। আর হানিফ একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শুক্কুর মেম্বারের বাড়ির আবদুল খালেকের ছেলে।

এ ব্যাপারে ইপিজেড থানার ওসি নুরুল হুদা জানান, নিহতদের লাশ শনাক্ত করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নৌকাডুবির ঘটনায় সাদিয়া টেকনো বিল্ডার্স লিমিটেডের ম্যানেজার জুলধা ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টে কর্মরত শেরপুরের হাবিব (৩০) নিখোঁজ রয়েছেন।

এর আগে গত রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রীবোঝাই নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকে পড়ে। এ সময় জাহাজের সৃষ্ট ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকাডুবি

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ