Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় পাঁচ বছর পর ঈদে আসছে ডিপজলের সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

প্রায় পাঁচ বছর পর মুক্তি পেতে যাচ্ছে মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজলের সিনেমা। তার নতুন সিনেমা সৌভাগ্য মুক্তি পাবে আগামী রোজার ঈদে। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। বেশ কয়েক বছর আগে সিনেমাটির নির্মান কাজ শুরু হয়। কিছু কাজ বাকি ছিল। এ মাসের মধ্যেই সিনেমাটির কাজগুলো শেষ করা হবে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ডিপজল ও মৌসুমী। ডিপজল জানান, সিনেমাটির শূটিং শেষ হয়েছে অনেক দিন আগেই। কিছু কাজ বাকি ছিল যেটা চলতি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। কাজ শেষ করেই সেন্সরে জমা দেবো। ডিপজল বলেন, দর্শক গল্প নির্ভর সিনেমা দেখতে চায়। একটি সুন্দর গল্প না থাকলে দর্শক সিনেমা দেখবে কেন? আমি সবসময়ই সিনেমায় গল্পকে প্রাধান্য দিয়েছি। গল্পছাড়া তো সিনেমা হয় না। কিছু ফাইট আর গান দিয়ে কি সিনেমা হয়? আমাদের বেশিরভাগ সিনেমায় গল্প সংকট রয়েছে। দর্শক আগে থেকেই বুঝতে পারে সিনেমাটির গল্প কি? তাহলে তারা এ সিনেমা দেখতে যাবে কেন? আমি বরাবরই দর্শকের মন বুঝে সিনেমা নির্মাণ করেছি। দর্শক কি চায়, তা উপলব্ধি করে সিনেমার গল্প সাজিয়েছি। সৌভাগ্য সিনেমায়ও একটি জোরালো গল্প রয়েছে। পারিবারিক, সামাজিক টানাপড়েনের নতুন গল্প উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক ঠকবেন না। তারা সিনেমাটি উপভোগ করবেন। উল্লেখ্য, সর্বশেষ মনতাজুর রহমান আকবর পরিচালিত ডিপজল অভিনীত দুলাভাই জিন্দাবাদ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এ সিনেমায়ও ডিপজলের বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ