Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অপরাধ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৮:০৯ পিএম

সিলেট প্রেসক্লাবের আয়োজনে ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় দিনব্যাপী অপরাধ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ক্লাবের ৩০ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষণ শেষে বিকেলে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ।
প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে পরিতোষ ঘোষ বলেন, একটি সত্য খবর আগামী দিনের ইতিহাসের উপাদান। তাই খবর বস্তুনিষ্ঠ না হলে ইতিহাসও নির্ভুল হয় না। তিনি বলেন, সাংবাদিকতায় ঝুঁকি নিতে হবে। বিশেষ করে অপরাধ সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। এ ক্ষেত্রে যারা ঝুঁকি নেন একসময় তারাই সফল হন। পরিতোষ ঘোষ বলেন, সিলেট প্রেসক্লাবে এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ ও মিডিয়ার মধ্যে যোগসূত্র স্থাপিত হলো। সেটা আরো সুদৃঢ় করতে চাই। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এর আগে সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। এ সময় ইকবাল সিদ্দিকী বলেন, সাংবাদিকতায় প্রশিক্ষণের বিকল্প নেই। সিলেট প্রেসক্লাব অতীতের মত এ ধারা অব্যাহত রেখেছে। এ জন্য তিনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান।
দিনব্যাপী কর্মশালায় অপরাধ বিষয়ক সাংবাদিকতার উপর প্রশিক্ষণ প্রদান করেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম ডেস্ক এর প্রধান পারভেজ রেজা। আইন ও প্রথা বিষয়ে আলোচনা পেশ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপপুলিশ কমিশনার সোহেল রেজা এবং পুলিশ ও মিডিয়া- পেশাগত আন্তঃ সম্পর্ক বিষয়ে আলোচনা করেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ এবং সদস্য গোলাম মর্তুজা বাচ্চু। অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ