Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কের পাশে খোলা পেট্রলের অবাধ বাণিজ্য

বেতাগীতে শতাধিক অবৈধ বিক্রেতা

বেতাগী (বরগুনা) থেকে মো. নূরুল ইসলাম | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বেতাগী উপজেলার বিভিন্ন সড়কের পাশে বোতলের ভর্তি করে বিক্রি হচ্ছে তরল দাহ্য পদার্থ পেট্্েরাল। বেতাগী-চান্দখালী-বরগুনা, বেতাগী-নিয়ামতি-বাকেরগঞ্চ এবং বেতাগী-সুবিদখালী-মির্জাগঞ্জে তিনটি সড়কের পাশে শতাধিক স্পটে রয়েছে এসব দোকান। ফলে দুষ্কৃতকারীরা অতি সহজে পেয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরগুনার বেতাগী উপজেলায় কোন ফিলিং স্টেশন না থাকলেও ২টি ডিপোর লাইসেন্স রয়েছে। বেতাগী উপজেলার বেতাগী-চান্দখালী-বরগুনা, বেতাগী-নিয়ামতি-বাকেরগঞ্জ, বেতাগী-সুবিদখালী-মির্জাগঞ্জ সড়কের পাশে বিভিন্ন মোড়ে ও বাজারে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী অবৈধভাবে এসব পেট্রোল বিক্রি করছে। কয়েকজন ক্ষুদ্র পেট্রোল ব্যবসায়ীর সাথে কথা বললে তারা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও অনুমোদন আছে। আবার মাঝে মধ্যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে কিছু টাকা ধরিয়ে দিলে কোন সমস্যা হয় না।’
বেতাগী-চান্দুখালী-বরগুনা, বেতাগী-নিয়ামতি-বাকেরগঞ্জ এবং বেতাগী-আমড়াগাছিয়া-সুবিদখালী-মির্জাগঞ্জ মহাসড়কের বেতাগী বাসস্ট্যান্ড, হাসপাতাল রোড, বেইলি ব্রিজ, পালকান্দা রোড, বটতলা বাজার, মোকামিয়া বাজার, সোনার বাংলা বাজার, বঙ্গবন্ধু রোড, কাজিরহাট বাজার, কাউনিয়া বাজার, বারো ঘর, চান্দুখালী বাজার, তিন রাস্তার মোড় ও ল²ীপুরা, পুটিয়াখালী, ঝোপখালী, বিবিচিনি, ডিসিরহাট, নিয়ামতি, গৌরাঙ্গ স্কুলের সামনের দোকানে, আমড়াগাছিয়া, সুবিদখালী, বটতলা, কদমতলা, বিবিচিরির ফুলতলা, হোসনাবাদের নীলখোলা, জলিশা, পোলেরহাট বাজারসহ বিভিন্ন স্পটে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী অবৈধভাবে বোতলজাত করে বিক্রি করছে তরল দাহ্য পদার্থ পেট্রোল। এসব সড়কের পাশে দোকানীরা টেবিলের উপরে বোতল ও কন্টেইনারে ভরে বিক্রি করছে। এসব দোকান থেকে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকেরা পেট্রোল কিনে নিচ্ছেন অবাধে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘হাতের নাগালে পেট্রোল বিক্রি করায় সন্ত্রাসীরা অহরহ পেয়ে থাকে এবং এতে খুব সহজে সন্ত্রাসীরা নাশকতার কাজে পেট্রোল ব্যবহার করতে পারে।’
স্থানীয় বাসিন্দা ও শিক্ষিকা সৈয়দা জুয়েলী আক্তার মনিকা বলেন, ‘পেট্রোল হাতের নাগালে পাওয়ায় সন্ত্রাসীরা খুব সহজে নাশকতার কাজে তা ব্যবহার করতে পারে। অতি দ্রæত প্রশাসনের কাছে এ দাহ্য পদার্থ সড়ক পাশে বিক্রি বন্ধের দাবি জানাই।’
বেতাগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘ছাড়পত্রের ব্যাপারে আমাদের বেতাগী অফিসের কোন হাত নেই আমরা শুধুমাত্র জনসচেতনতা বৃদ্ধি ও আগুন নেভাতে সহায়তা করে থাকি।’ বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘বোতলে পেট্রোল বিক্রির বিষয়টি আমারা শুনেছি, তবে এ ব্যাপরে উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে কথা বলে ব্যাবস্থা নেয়া হবে।’
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন, ‘সড়কের পাশে বোতলজাত করে পেট্রোল বিক্রি করা আইনসম্মত নয়। এতে সহজেই নাশকতার আশঙ্কা থাকে। যারা এভাবে পেট্রোল বিক্রি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।’
বরগুনা জেলা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, ‘আমরা একটা ছাড়পত্র দিয়ে থাকি। আর ফায়ার সার্ভিস কোন ধরনের আর্থিক লেনদেন করেন না, এমন সকল বক্তব্য ভিত্তিহীন। তবে আমরা অচিরেই ছাড়পত্র বিহীন খোলা পেট্রোল ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবো।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ