Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইসলামের সঙ্গে নারী অগ্রগতির সংঘর্ষ নেই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

 শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন ধর্মের অপব্যাখ্যা করে নারীর অগ্রযাত্রাকে রুদ্ধ করে রাখা হয়েছে। তা ধর্মের কারণে নয় তা করা হয়েছে পুরুষতান্ত্রিকতার কারণে।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বাংলা একাডেমী মিলনায়তনে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা উইমেন অফ দা ওয়ার্ল্ড (ওয়াও) ফাউন্ডেশন ও বৃটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দুই দিন ব্যাপী ঢাকা ওয়াও ফেস্টিভ্যাল এর উদ্ধোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, প্রথম ইসলাম গ্রহণকারীও একজন নারী। সমাজে কিছু পেতে হলে নারীকে যুদ্ধ করতে হয় পক্ষান্তরে পুরুষরা স্বতঃসিদ্ধভাবে সব কিছু পায় তাঁর জন্য যুদ্ধ করতে হয় না। নারী অধিকারের বিষয়ে নারী ও পুরুষ উভয়ের মনোজগতে পরিবর্তন দরকার। আমরা কেউ কার ও প্রতিপক্ষ না । আমরা সহযোগী, সহযোদ্ধা। পুরুষদের সঙ্গে না নিলে আমরা এ প্রতিবন্ধকতা দূর করতে পারব না।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীবা›দ্বব সরকার, মানব বা›দ্বব সরকার। নারী অধিকার মানবাধিকার। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে অনুকরণীয় দৃষটান্ত। প্রধানমন্ত্রী, ¯পীকার, সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে যে সমস্ত পদে নারীদের অযোগ্য বলে ধরে নেয়া হত সে সব পদ যেমন ওসি, ডিসি, এসপি এই সমস্ত পদে নারীরা সফলতার সাথে কাজ করছে। এত কিছুর পর ও নারীর অনেক চ্যালেঞ্জ। এখন ও নারীরা বিভিন্নভাবে সহিংসতার স্বীকার হয়। তা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই নারীরা নির্যাতন বৈষম্যের স্বীকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুট কেলি সিবিই, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ