Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করাচিতে শান্তি ফিরিয়ে আনবো : রাহিল

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, বন্দর নগরী করাচিতে শান্তি ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তত রয়েছে। আর এ ঘোষণার মধ্য দিয়ে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে করাচিতে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের নেতৃত্বাধীন চলমান অভিযান কোনোভাবেই শিথিল করা হবে না। রাহিল শরীফ চাকরির মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন না এবং নির্ধারিত তারিখেই সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করবেন বলে ঘোষণার মাত্র দুদিনের মধ্যেই করাচির বিষয়ে বিবৃতি দিলেন তিনি। গত বুধবার করাচির কোর সদর দফতর পরিদর্শনের সময়ে এ ঘোষণা দেন তিনি। কোর সদর দফতরে সেনা গোয়েন্দা সংস্থাগুলো প্রধান, কোর কমান্ডার এবং সিন্ধু প্রদেশের রেঞ্জার্স প্রধানের সঙ্গে বৈঠকের পর এ বিবৃতি দেয়া হয়। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করাচিতে শান্তি ফিরিয়ে আনবো : রাহিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ