Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্দান্ত আবাহনী, রূপগঞ্জও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে আবাহনী লিমিটেড ও লেজেন্ডস অব রূপগঞ্জ। নবম রাউন্ডের ম্যাচে আসরের অষ্টম জয় তুলে নিয়েছে দুটি দলই। তবে নেট রান রেটে এগিয়ে শীর্ষস্থান অক্ষুণ্য রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

মিরপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনীর ৪ উইকেটের জয়ে নায়ক হতে পারতেন সৌম্য সরকার। তার ক্যারিয়ার সেরা বোলিংয়েই সংগ্রহটা বড় করতে পারেনি দোলেশ্বর। অথবা, ম্যাচ সেরা হতে পারতেন দারুণ অলরাউন্ডার নৈপূন্য দেখানো মোহাম্মাদ সাইফুদ্দিনও। কিন্তু জহুরুল ইসলামের দায়ীত্বশীল ব্যাটিংয়ের কাছে দুজনের এমন পারফম্যান্সও ¤ø্যান হয়ে গেছে।

৫০ ওভারে ২২৫ রানের লক্ষ্যে ১৩৫ রানে ৬ উইকেট হারায় আবাহনী। এরপর আর অঘটন ঘটতে দেননি জহুরুল ও সাইফুদ্দিন। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে দুজনে মিলে সপ্তম উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি। এর আগে ওপেনে নামা জহুরুলকে সঙ্গ দিতে পারেন কেবল মোহাম্মাদ মিথুন। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তারা যোগ করে ৬৩ রান। মিথুনের পর দলকে চাপে ফেলে বিদায় নেন সাব্বির রহমান ও বিশ্বকাপের দলে ডাক পাওয়ার আভাস পাওয়া মোসাদ্দেক হোসেনও। কিন্তু অপর প্রান্তে জহুরুল ছিলেন অবিচল। ১২৭ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংসের পথে ১০টি বাউন্ডারি হাঁকান ম্যাচসেরার খেতাব জেতা জহুরুল। দোলেশ্বরকে তৃতীয় পরাজয় উপহার দিয়ে ৬৯ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন সাইফুদ্দিন।

এর আগে ৯ উইকেটে ২২৪ রান করা দোলেশ্বরের ইনিংসে ব্যাক্তিগত ফিফটি নেই একটিও, সর্বোচ্চ ৪৭ ফরহাদ হোসেনের। এছাড়া দুটি চল্লিশোর্ধো ইনিংস ছিল মার্শাল আয়ুব ও তাইবুর রহমানের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন সৌম্য সরকার।
সাভারে রূপগঞ্জের জয়টি ছিল হেসেখেলে পাওয়া। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১৪১ রানে গুটিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। সর্বোচ্চ ৩৫ রান করেন সাতে নামা তানবির হায়দার। বল হাতে ৩টি করে উইকেট নেন নাবিল সামাদ ও মুক্তার আলি। জবাবে মোহাম্মাদ নাঈম ও মুমিনুল হকের দুই ফিফটিতে ১২৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নাঈম ইসলামের দল। মৌসুমে শেখ জামালের এটি পঞ্চম পরাজয়।
দিনের অন্য ম্যাচে ফতুল্লায় উত্তরা স্পোর্টিংকে ৩৯ রানে হারায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দুটিই পয়েন্ট তালিকার তলানীর দল। নবম রাউন্ড শেষে দুই দলেরই জয় মাত্র দুটি করে। এদিন খেলাঘরের করা ৪ উইকেটে ২৫৭ রানের জবাবে ৮ উইকেটে ২১৮ রানে আটকে যায় উত্তরা। উত্তরার হয়ে ১২৭ বলে ৯৩ রানের দারুণ ইনিংস খেলেন মোহাইমিনুল খান। কিন্তু বাকিদের ব্যর্থতায় সাফল্য আসেনি। এর আগে খেলাঘরের ইনিংসে সর্বোচ্চ ৭৭ রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
সংক্ষিপ্ত স্কোর

প্রাইম দোলেশ্বর-আবাহনী, মিরপুর
প্রাইম দোলেশ্বর : ৫০ ওভারে ২২৪/৯ (ফরহাদ হোসেন ৪৭, মার্শাল ৪০, সাদ ৩৪, তাইবুর ৪১; সাইফ উদ্দিন ১/৪৩, মাশরাফি ২/৪৮, সৌম্য ৪/৩৪, মিরাজ ১/৪২, সাব্বির ১/১০)। আবাহনী : ৪৮.৫ ওভারে ২২৭/৬ (জহুরুল ৯১*, মিঠুন ৪০, সাব্বির ২৪, সাইফ উদ্দিন ৫৫*; আবু জায়েদ ২/৪৭, ফরহাদ রেজা ১/৩৭, মানিক ১/৪৭, সাদ ১/৪৪, আরাফাত সানি ১/৩৬)। ফল : আবাহনী লিমিটেড ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : জহুরুল ইসলাম।

খেলাঘর-উত্তরা স্পোর্টিং, ফতুল্লা
খেলাঘর : ৫০ ওভারে ২৫৭/৪ (রবিউল ৩৮, শাহরিয়ার ৫৬, মাহিদুল ৭৭*, অমিত ৪১, মইনুল ২৩*; হুমায়ুন ২/৪০, মোহাইমিনুল ২/৪০)। উত্তরা স্পোর্টিং : ৫০ ওভারে ২১৮/৮ (মোহাইমিনুল ৯৩, মিনহাজুল ৩৭, হুমায়ুন ১৬*, সাজ্জাদ ১৬*; রবিউল ২/৪৬, রবি ২/১৮, তানভীর ২/৩৯, মইনুল ১/৪৮)। ফল : খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৩৯ রানে জয়ী। ম্যাচসেরা : মাহিদুল ইসলাম।

শেখ জামাল-রূপগঞ্জ, সাভার
শেখ জামাল : ৪৩.২ ওভারে ১৪১ (ফারদিন ২৮, নুরুল ২৫, তানবীর ৩৫; শুভাশিস ১/২৮, শহিদ ১/২১, নাবিল ৩/৩০, ধাওয়ান ১/২৮, মুক্তার ৩/৩৩)। রূপগঞ্জ : ২৮.৪ ওভারে ১৪৫/২ (মোহাম্মদ নাঈম ৬৩, মুমিনুল ৬০*, নাঈম ইসলাম ৮*; এনামুল ১/২৮, ইলিয়াস সানি ১/২১)। ফল : লেজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : নাবিল সামাদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ