Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শীর্ষ দশে নেই আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

১৫০টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ শেষে গতকালই বিশ্ব র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। ছেলেদের এই তালিকায় শীর্ষ তিনে যথারীতি বেলজিয়াম, ফ্রান্স ও ব্রাজিল। ক্রোয়েশিয়াকে পাঁচে নামিয়ে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে সাতে নামিয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে উরুগুয়ে। শীর্ষ দশের বাকি তিন দল যথাক্রমে সুইজারল্যান্ড (আট), স্পেন (নয়) ও ডেনমার্ক (দশ)।

লিওনেল মেসির আর্জেন্টিনার অবস্থান এগারো নম্বরে। তিন ধাপ এগিয়ে তেরো নম্বরে উঠে এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। চার ধাপ এগিয়ে ১৮৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এশিয়া অঞ্চলের মধ্যে সবার উপরে ইরান, ২১ নম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ