Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগিয়ে চলছে নওগাঁর সড়ক নির্মাণ

৯৫৩ কোটি টাকার সওজের ৩ প্রকল্প

নওগাঁ থেকে এমদাদুল হক সুমন | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

নওগাঁয় মোট ৯৫৩ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের ৫টি দীর্ঘ সড়ক নির্মাণ পুনঃনির্মাণ কাজ এগিয়ে চললে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক বাস্তবায়িত কাজগুলো দ্রæত গতিতে এগিয়ে চলেছে।
সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক বলেছেন, এই সড়কগুলোর নির্মাণ ও পুনঃনির্মাণ কাজগুলো যেন যথাযথ মানসম্পন্ন হয় সে ব্যপারে তাদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছেন, নওগাঁ জেলা সদর সান্তাহার চৌরাস্তা থেকে রাজশাহী বিমান বন্দর পর্যন্ত ‘যথাযথ মান ও প্রশস্তকরণ ও উন্নতকরণ’ প্রকল্পের আওতায় ৭৪ কিলোমিটার সড়কের কাজ চলছে। এই প্রকল্পে মোট ১২টি প্যাকেজের মধ্যে নওগাঁ জেলার অংশে ৯টি প্যাকেজে মোট ৫২ কিলোমিটার এবং রাজশাহী জেলার অংশে ৩টি প্যাকেজে মোট ২২ কিলোমিটার রাস্তা প্রসস্তকরণ ও উন্নতকরণের কাজ চলমান রয়েছে।
এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩৮ কোটি টাকা। বর্তমানে এই কাজের বাইন্ডার কোর্স চলমান রয়েছে। এর পর ফিনিশিং হিসেবে দুই ইঞ্চি পুরু ওয়ারিং কোর্স সম্পাদন করা হবে।
এদিকে মোট ২০১ কোটি টাকা ব্যয়ে নওগাঁ-নাটোর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। মোট ২৫ কিলোমিটার দূরত্বের এই সড়কের নির্মাণ কাজ শেষ হলে নওগাঁ’র সাথে ঢাকার দূরত্ব হ্রাস পাওয়াসহ যোগাযোগ ব্যবস্থা সহজ এবং নির্বিঘœ হবে অন্যদিকে দক্ষিনাঞ্চলের সাথে সরামরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে।
অপরদিকে অন্য একটি প্রকল্পের আওতায় মান্দা-নিয়ামতপুর-শিবপুর-পোরশা সড়ক, বদলগাছি-পাহাড়পুর-জয়পুরহাট সড়ক এবং নন্দীগ্রাম (কাথম)-কালিগঞ্জ-রারনীনগর এই তিনটি সড়ক পুনঃনির্মাণ কাজ এগিয়ে চলেছে। সড়ক ও জনপথ বিভাগ মোট ৮২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় পৃথক তিনটি সড়ক পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এই সড়কগুলো পুনঃনির্মাণ কাজ শেষ হলে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পাশবর্তী, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট ও চাপাইনবাবগঞ্জ জেলার সাথে উন্নত যোগযোগ স্থাপিত হবে।



 

Show all comments
  • ash ৫ এপ্রিল, ২০১৯, ৩:৪৯ এএম says : 0
    EKHAN DIE KI SHUDHU AK LINE AKTA GARI CHOLBE ?? DIRVE WAYR RASTAO TO ER CHEA CHOWRA HOY !!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ